নীতিমালা

প্রকাশনা সংক্রান্ত

  • শিখবোকই ডট কম ,একটি অনলাইন ভিত্তিক শিক্ষা মূলক সাইট।  আমাদের দেশের প্রচলিত একাডেমিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি দৈনন্দিন,কর্মজীবনে,নৈতিক শিক্ষার পাশাপাশি নিজেকে একটু ঝালাই করে নেওয়ার একটি প্লাটফর্ম। তাই সকল প্রকাশনা সৃজনশীল, শিক্ষামূলক, তথ্যবহুল, বিজ্ঞান, প্রযুক্তি,সমসাময়িক ও মানসম্মত হতে হবে।
  • শিখবোকই ডট কম, প্রকাশিত সকল প্রকাশনাঅবশ্যই বাংলায় হতে হবে, সামান্য ইংরেজি ভাষা থাকতে পারে তবে কমপক্ষে ৮০ শতাংশ বাংলা ভাষা থাকতে হবে।
  • নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে লেখা প্রকাশকরা যাবে না।
  • নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা কোন প্রকাশনাযা আগে প্রকাশিত হয়েছিল সেটি লেখক নিজে হুবহু প্রকাশ করতে পারবে। তবে এক্ষেত্রে পূর্বে প্রকাশিত ব্লগের লিংক অবশ্যই উল্লেখ করতে হবে।
  • অসম্পূর্ণ লেখা প্রকাশকরে বাকিটুকু পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক অথবা ডাউনলোড লিংক দেয়া যাবে না।
  • ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে প্রকাশকরা যাবে না।
  • বিভিন্ন প্রকার সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদিসরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না তবে অন্য কোথাও আপলোড করে লিংক দেওয়া যেতে পারে। কেউ ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি অন্য কোথাও আপলোড করে লিংক দিলে শিখবোকই ডট কম এ বাপারে দায়ী থাকবে না শিখবোকই ডট কম সবসময় এই বাপার গুলোকে নিরুৎসাহিত করে।
  • বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করতে চাইলে অবশই শিখবোকই ডট কম এর সম্মতি নিতে হবে ।
  • কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক(Short Link) প্রকাশকরা যাবে না।
  • অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে লেখা প্রকাশকরার ক্ষেত্রে অবশ্যই সঠিক দিকনির্দেশনা ও উৎস সঠিক হতে হবে।
  • চাকুরির বিজ্ঞপ্তি, লোক নিয়োগ, অনলাইন আয়ের জন্য লোক নিয়োগ ইত্যাদি চেয়ে কোন প্রকার প্রকাশ করা যাবে না।
  • প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন।
  • অশ্লীল এবং অনৈতিক কোন বিষয়ে টিউনকরা যাবে না।
  • কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো কিছু যেমন: ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
  • ধর্ম এবং সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে টিউনকরা যাবে না বা এ ধরনের লেখাও থাকা যাবে না। অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না।

মন্তব্য সংক্রান্ত

  • কাউকে গালিগালাজ অথবা ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না । কোন লেখা যদি মানসম্মত মনে না হয় সেক্ষেত্রে সরাসরি শিখবোকই ডট কমে যোগাযোগ করা যেতে পারা।
  • অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না।
  • মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না।
  • মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব শিখবোকই ডট কম বহন করে না।
  • প্রচারণার উদ্দেশে মন্তব্ব্যে কোন সাইট বা সার্ভিসের লিংক সরাসরি প্রকাশ করা যাবে না।
  • মন্তব্য অবশ্যই তথ্য সমৃদ্ধ ও পোস্টের সাথে রিলিভেন্ট হতে হবে।
  • মন্তব্য অ্যাপ্রোভ করার জন্য মন্তব্ব্যে কোন প্রকার লিঙ্ক দেয়া যাবে না তবে যদি পোস্টের সাথে আপনার লিঙ্ক রিলিভেন্ট হয় সেক্ষেত্রে  অ্যাপ্রোভ এর জন্য বিবেচনা করা হতে পারে।
  • আপনি ওয়েবসাইট অপশন এ আপনার সাইট এর লিঙ্ক দিতে পারেন।

আইডি ও নাম সংক্রান্ত

  • আইডি ও নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না।
  • বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন আইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।
  • সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন আইডি ও নাম ব্যবহার করা যাবে না।

 

সতর্কীকরণ

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য শিখবোকই ডট কম যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনকারির আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।